Airtel & Robi User Only

প্রচ্ছদ » ফিচার » বিস্তারিত

ডেভিসের ক্লিকে মনকাড়া বন

একটা ছবি দেখুন, বাকিগুলোও দেখবেন

২০১৫ সেপ্টেম্বর ০৮ ১৮:০৫:১০
একটা ছবি দেখুন, বাকিগুলোও দেখবেন

দ্য রিপোর্ট ডেস্ক : প্রাকৃতিক বন যে সুন্দর ও ভৌতিক কাজের ক্ষেত্র হতে পারে তা প্রমাণ করতে সাত বছর ছবি তুলেছেন ব্রিটিশ ফটোগ্রাফার এল্লি ডেভিস। প্রতিভাধর এ শিল্পী ব্রিটেনের বিভিন্ন বন ঘুরে তুলে এনেছেন দুর্লভ ছবি-চিত্রকর্ম! যা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে স্থান পেয়েছে।

ডেভিস তার নিজের ওয়েবসাইটে বলেছেন, ‘বন প্রকৃতির সঙ্গে মানুষের সংস্কৃতি ও কর্মকাণ্ডের যোগসূত্র সুগভীর। বন হচ্ছে লোকাচার বিদ্যা, পৌরাণিক কাহিনী কিংবা নানা উপকথার প্রতীক। আবার কোনো কোনো ক্ষেত্রে জাদু ও জাদুবিদ্যা এবং বিদ্রূপ ও রহস্যেরও প্রতীক।

বিভিন্ন বনে বাঁদারে ‍ঘুরে এল্লি ডেভিস যেসব চিত্রকর্ম তুলে এনেছেন তার কয়েকটি নীচে উপস্থাপন করা হল। একটা ছবি দেখুন, বাকিগুলোও দেখবেন!

(দ্য রিপোর্ট/আরপি/এইচএসএম/আইজেকে/সা/সেপ্টেম্বর ০৮, ২০১৫)