Airtel & Robi User Only

প্রচ্ছদ » জেলার খবর » বিস্তারিত

সুরমায় পুষ্পার্ঘ

২০১৫ সেপ্টেম্বর ১৮ ১৯:২১:৫৬
সুরমায় পুষ্পার্ঘ

সিলেট অফিস : ‘সুরমা তুমি দিয়েছ অশেষ! তোমাকে পুষ্প অভিনন্দন’/ ‘দখল দূষণ অবহেলায় আমরা যেনো নদীকে অসম্মান না করি’— এমন স্লোগানে সিলেটের সুরমা নদীতে পুষ্পার্ঘ অর্পণ করে সম্মাননা জানানো হয়েছে।

নদী দিবস উপলক্ষে সিলেট নগরীর চাঁদনীঘাটে শুক্রবার দুপুরে পুষ্পার্ঘ অর্পণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অঙ্গীকার বাংলাদেশ’।

এ বছর ঈদের কারণে এগিয়ে এনে আগেই এ কর্মসূচি পালন করা হয়। সুরমা নদীতে পুষ্পার্ঘ প্রদান অনুষ্ঠানে অঙ্গীকার’র সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন- বাপা, ভূমি সন্তান সদস্যরা।

পুষ্পার্ঘ অর্পণের আগে সমাবেশে বক্তব্য রাখেন অঙ্গীকার’র বিভাগীয় সমন্বয়ক মঈনুদ্দিন জালাল, ব্যারিস্টার আরশ আলী, কবি তুষার কর, বাপার সিলেট শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম।

বক্তারা বলেন, নদীমাতৃক বাংলাদেশে নদীর ওপর সহিংসতা, দখল, দূষণ, অপরিকল্পিত নদী শাসন-বাঁধ, কীটনাশক-বর্জ্য প্রভৃতির মধ্য দিয়ে এক বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচও/এমএআর/এনআই/সেপ্টেম্বর ১৮, ২০১৫)