Airtel & Robi User Only

প্রচ্ছদ » ছেলেবেলাপুর » বিস্তারিত

ঈদ এসেছে

২০১৫ সেপ্টেম্বর ২৪ ১৫:২২:০২
ঈদ এসেছে

রিফাত নিগার শাপলা

ঈদ এসেছে
গরীব-ধনীর তরে
মানবতার বাণ ডেকেছে
সবার ঘরে ঘরে।

-----ছোট-বড়
----- যাই ভেদাভেদ ভুলে
----- ঈদোৎসবে
----- পরাণ উঠুক দুলে,
----- হাজার খুশির ফুল ফোটে-যে
----- মনের সরোবরে।

নীল আকাশে
বাঁকা চাঁদের ন্যায়
ঈদের প্রীতি
যায় ছড়িয়ে যায়,
ত্যাগ মহিমার আশিস জাগে
হৃদয় প্রান্তরে।