Airtel & Robi User Only

প্রচ্ছদ » জেলার খবর » বিস্তারিত

গাইবান্ধায় নদীভাঙন প্রতিরোধের দাবিতে নৌকা র‌্যালি

২০১৫ অক্টোবর ০১ ১৭:২১:৩৯
গাইবান্ধায় নদীভাঙন প্রতিরোধের দাবিতে নৌকা র‌্যালি

গাইবান্ধা প্রতিনিধি : জেলা সদর উপজেলার গোঘাট, কামারজানি, গিদারি, মালিবাড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়ায় নদীভাঙন প্রতিরোধের দাবিতে নৌকা র‌্যালি করেছেন স্থনীয় অধিবাসীরা। সদর উপজেলার কামারজানি থেকে ব্রহ্মপুত্র-ঘাঘট নদীপথে গাইবান্ধা শহরের নতুন ব্রিজ ঘাট পর্যন্ত বৃহস্পতিবার দুপুরে এ নৌকা র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে ৭টি নৌকাবোঝাই সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

এ সময় নৌকায় আসা লোকজন জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

এদিকে নৌকা র‌্যালি ঘাঘট নদীর ঘাটে এসে পৌঁছার সঙ্গে সঙ্গেই মিছিলে নেতৃত্ব দেওয়া নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং নদী ঘাটের জটলা ছত্রভঙ্গ করে দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান দ্য রিপোর্টকে জানান, জেলা প্রশাসক ইতোমধ্যে আশ্বস্ত করেছেন যে, ওইসব এলাকার ভাঙন প্রতিরোধকল্পে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিকেলেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

(দ্য রিপোর্ট/এফএস/এপি/সা/অক্টোবর ০১, ২০১৫)