Airtel & Robi User Only

প্রচ্ছদ » টেনিস » বিস্তারিত

সেনাবাহিনী টেবিল টেনিস প্রতিযোগিতা সমাপ্ত

২০১৫ অক্টোবর ০৮ ২২:৩৪:৫৮
সেনাবাহিনী টেবিল টেনিস প্রতিযোগিতা সমাপ্ত

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী টেবিল টেনিস প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন এর তত্ত্ববধানে চট্টগ্রাম সেনানিবাসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

প্রতিযোগিতায় একক এবং দ্বৈত উভয়ক্ষেত্রে ৫৫ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন ও লজিষ্টিক এরিয়া দল রানার আপ হয়েছে। প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন দলের মেজর আলতাফ আলী শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সানাউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় চট্টগ্রাম অঞ্চলে কর্মরত উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৪-৮ অক্টোবর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করেছে।

(দ্য রিপোর্ট/এএস/কেআই/অক্টোবর ৮, ২০১৫)