Airtel & Robi User Only

প্রচ্ছদ » প্রবাস কথা » বিস্তারিত

সিডনিতে এলআরবি

২০১৫ অক্টোবর ০৯ ১৬:৫২:০০
সিডনিতে এলআরবি

নাইম আবদুল্লাহ, সিডনি : আইয়ুব বাচ্চু ও তার জনপ্রিয় ব্যান্ড এলআরবি সিডনি পৌঁছেছে শুক্রবার। আগামী ১১ সেপ্টেম্বর রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ওরিয়ন ফাংশন সেন্টারে জমকালো এক সঙ্গীতসন্ধ্যায় গাইবে বাচ্চু ও তার ব্যান্ড। আয়োজক প্রতিষ্ঠান ইফফেনডি মার্কেটিংয়ের পক্ষ থেকে আইয়ুব বাচ্চুর সিডনি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এলআরবি বাংলাদেশের বিখ্যাত ও জনপ্রিয় রক ব্যান্ড দল। ১৯৯০ সালের ৫ এপ্রিল ব্যান্ডটি যাত্রা শুরু করে। প্রথমে এর পুরো নাম ছিল লিটল রিভার ব্যান্ড, পরে তা বদলে যায় লাভ রানস ব্লাইন্ডে। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু, ব্যান্ডের পাশাপাশি সঙ্গীতে যিনি সলো ক্যারিয়ারও গড়েছেন।

১৯৯০-এর দশকের শুরুর দিকে ডাবল এ্যালবাম দিয়ে যাত্রা করে এলআরবি, যা তাদের রাতারাতি খ্যাতি এনে দেয়। ‘চলো বদলে যাই’ এলআরবির সবচেয়ে জনপ্রিয় গান। সর্বশেষ এ্যালবাম ‘যুদ্ধ’ প্রকাশ হয় ২০১২ সালে। এর পর এ্যালবামের দেখা না মিললেও নিয়মিত দেশ-বিদেশে স্টেজ-শো করে যাচ্ছে এলআরবি।

(দ্য রিপোর্ট/এইচএসএম/এজেড/অক্টোবর ০৯, ২০১৫)