Airtel & Robi User Only

প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত

শনিবার বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ দিবস

২০১৫ অক্টোবর ১০ ০১:০৫:০১
শনিবার বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ দিবস

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ দিবস শনিবার। অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে থাকে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘অবহেলিত জীবন, অবহেলিত রোগী’।

প্যালিয়েটিভ কেয়ারের অপর নাম সাপোর্ট কেয়ার বা সহায়ক চিকিৎসা। প্যালিয়েটিভ কেয়ার নিরাময় যোগ্য, কঠিন রোগে আক্রান্ত অসুস্থ মানুষ ও তার পরিবারকে শারীরিক মানসিক, সামাজিক এবং আত্মিক সেবাপ্রদান করে থাকে।

এ সেবায় ক্যানসার রোগীর যন্ত্রণা অনেকাংশে প্রশমিত হয়। ক্যানসার রোগীদের বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা বা উপসর্গ দেখা দেয়। প্যালিয়েটিভ কেয়ার ও নির্ধারিত চিকিৎসার মাধ্যমে রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

অনেক আগে থেকে পৃথিবীর বিভিন্ন দেশে দিবসটি প্যালিয়েটিভ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে বাংলাদেশে বেসরকারিভাবে দিবসটি ছয় বছর ধরে পালিত হচ্ছে।

প্রতিবারের ন্যয় এবারও দিবসটিতে সচেতনতা এবং জনসম্পৃক্ততার লক্ষ্যে সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

(দ্য রিপোর্ট/পিএম/এনডিএস/এনআই/অক্টোবর ১০, ২০১৫)