Airtel & Robi User Only

প্রচ্ছদ » গণমাধ্যমের খবর » বিস্তারিত

সাংবাদিকের ওপর হামলা, বাম নেতাদের নিন্দা

২০১৫ অক্টোবর ১১ ১৮:৩২:৩৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইংরেজি জাতীয় দৈনিক নিউ এজ’র সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামানের ওপর হামলার নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন চারটি বাম গণতান্ত্রিক সংগঠনের নেতারা।

রবিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ৪ সংগঠনের নেতারা এ দাবি জানান।

বিবৃতিটি দিয়েছেন, জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, নয়াগণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ আহ্বায়ক মাসুদ খান ও জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস।

(দ্য রিপোর্ট/এমএম/এসবি/সা/অক্টোবর ১১, ২০১৫)