Airtel & Robi User Only

প্রচ্ছদ » গণমাধ্যমের খবর » বিস্তারিত

শুভ জন্মদিন আমির শোয়েব

২০১৫ অক্টোবর ১২ ১১:০৫:১৪
শুভ জন্মদিন আমির শোয়েব

দ্য রিপোর্ট প্রতিবেদক : অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক আমির শোয়েব মিয়ার জন্মদিন ১২ অক্টোবর। শুভ জন্মদিন আমির শোয়েব।

১৯৮৬ সালের এ দিনে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার মালা গ্রামে আমির শোয়েব মিয়া জন্মগ্রহণ করেন। গোলাম মোস্তফা মিয়া ও মেরিনা বেগম দম্পতির ছয় সন্তানের মধ্যে তিনি ছোট।

শোয়েব ২০১৩ সালের নভেম্বরে অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম’ এ আলোকচিত্র প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন।

আমির শোয়েব ২০১২ সালের ৭ ডিসেম্বর রাবেয়া সুলতানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির নুসরাত ফেরদৌস আশ্বরা নামে দুই মাস বয়সী এক মেয়ে আছে।

শোয়েব জানান, তার পছন্দের রং কালো ও ফুল গন্ধরাজ। খেতে ভালোবাসেন গরুর মাংস ও ভাত। অবসরে এ সাংবাদিক টিভি দেখতে ও ভ্রমণ করতে পছন্দ করেন।

জন্মদিনের বিশেষ আয়োজন সম্পর্কে তিনি বলেন, ‘কোনো আয়োজনই নেই। সকাল থেকেই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি।’

(দ্য রিপোর্ট/এনডিএস/এনআই/অক্টোবর ১২, ২০১৫)