Airtel & Robi User Only

প্রচ্ছদ » প্রবাস কথা » বিস্তারিত

আগামী বছর এক কোটি ওমরাহ ভিসা দেবে সৌদি আরব

২০১৫ অক্টোবর ১২ ১৬:১৫:৪৬
আগামী বছর এক কোটি ওমরাহ ভিসা দেবে সৌদি আরব

ফখরুল ইসলাম, সৌদি আরব : আগামী হিজরি বছরে (১৪৩৭ সাল) ওমরাহ হজ যাত্রীদের জন্য এক কোটি ভিসা ইস্যু করবে সৌদি সরকার। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির হজমন্ত্রী বন্দার হাজ্জার এ তথ্য জানান।

তিনি জানান,আগামী ৪ বছরে এ সংখ্যা বেড়ে ৬ কোটি হবে। বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলোর সেবার মান পর্যালোচনা করে ভিসা ইস্যুর অনুমতি দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এমডি/সা/অক্টোবর ১২, ২০১৫)