Airtel & Robi User Only

প্রচ্ছদ » প্রবাস কথা » বিস্তারিত

৩১ অক্টোবর ইউনিভার্সিটি মালয়ায় স্টুডেন্ট নাইট

২০১৫ অক্টোবর ১৪ ১০:০২:১৬
৩১ অক্টোবর ইউনিভার্সিটি মালয়ায় স্টুডেন্ট নাইট

মালয়েশিয়া প্রতিনিধি : আগামী ৩১ অক্টোবর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিভার্সিটি মালয়ায় স্টুডেন্ট নাইট-২০১৫। এতে অংশ নিবে মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্ররা।

২০১২ সালে মালয়েশিয়াতে প্রথম অনুষ্ঠিত হয় বাংলাদেশী স্টুডেন্ট নাইট। তারই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান ছাড়াও মোট ২১টির বেশী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্ররা অংশ নিবে বলে জানা গেছে। প্রতিবারের মতো এবারও বাংলাদেশীদের পাশাপাশি বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে।

স্টুডেন্ট নাইট-এ থাকছে বাংলাদেশের সংস্কৃতির বিভিন্ন খণ্ডচিত্র, নাচ, ফ্যাশন-শো, নাটক, বাংলাদেশী ব্যান্ড দল শুন্য’র পরিবেশনা, দেশাত্মবোধক ও ফোক গান, কৌতুক ও বাংলাদেশ বিষয়ে প্রবাসীদের স্মৃতিগাথা।

সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশাধিকারের এ অনুষ্ঠানে থাকছে বিভিন্ন ধরনের লাকি কুপন ও ট্যুর প্যাকেজ।

আয়োজকদের পক্ষ থেকে সব বাংলাদেশীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। সেইসঙ্গে ভিনদেশী বন্ধুদের বিউটিফুল বাংলাদেশের চিত্র দেখানোরও আমন্ত্রণ জানানো হয়।

(দ্য রিপোর্ট/এসএন/এইচএইচ/এনআই/অক্টোবর ১৪, ২০১৫)