Airtel & Robi User Only

প্রচ্ছদ » অন্যান্য খেলা » বিস্তারিত

ডেটিং

২০১৫ অক্টোবর ১৪ ২২:৪১:০৫
ডেটিং

তারকাদের প্রেম বন্ধুত্ব নিয়ে জটিলতার শেষ নেই। বক্সার, টিভি তারকা এবং জুডোকার রোনদা রোসের দশাও তাই। মিডিয়ায় চাউর হচ্ছে তিনি এখন ফাইটিং জগত ছেড়ে ডেটিং নিয়ে মহাব্যস্ত। আর তার ওই প্রেমিকও একজন ফাইটার। তার নাম ট্রাভিস ব্রাউন। যেখানে রিংয়ে তার কাছে কুপোকাত একের পর এক প্রতিপক্ষ, সেখানে প্রেম নিয়েও তিনি মিডিয়াকেই প্রতিপক্ষ ভাবছেন। খবরটা এমন। ফ্যাশন ট্রেন্ড বিশ্বাসী দর্শনীয় ফিগারের রোনদার শরীরের গহন ভাঁজের বিলাসী ডাকে মজেছেন ট্রাভিস। সেখানেই যত আপত্তি রোনদার। বলেছেন, ‘এটা সত্যি ট্রাভিসের সঙ্গে আমার বন্ধুত্ব নতুন কোন ঘটনা নয়। তার সঙ্গে আমার বেজায় মধুর সময়ও কেটেছে। তবে এর বেশি কিছু আমি বলতে চাই না। কারণ এটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার।’ নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট সচেতন রোনদা বলেছেন, ‘আমি এখন শুধু ভাবছি আমাদের ব্যবসা নিয়ে, আমার ক্যারিয়ার নিয়ে।’ অবশ্য ট্রাভিস বলেছেন, ‘হ্যাঁ ডেটিং আমরা করছি, তবে তা শিশুদের নিয়ে। তাদের আনন্দ ভাগাভাগি করে নিতে।’

(দ্য রিপোর্ট/এএস/এনআই/অক্টোবর ১৪, ২০১৫)