Airtel & Robi User Only

প্রচ্ছদ » বিজ্ঞান ও প্রযুক্তি » বিস্তারিত

গ্রামীণফোন ও ব্র্যাকের নিরাপদ ইন্টারনেট বিষয়ক কর্মশালা শুরু

২০১৫ অক্টোবর ১৫ ১৬:৪৬:৪১
গ্রামীণফোন ও ব্র্যাকের নিরাপদ ইন্টারনেট বিষয়ক কর্মশালা শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিরাপদ ইন্টারনেট সচেতনতা গড়ে তুলতে ব্র্যাকের সহযোগিতায় গ্রামীণফোন দেশজুড়ে নিরাপদ ইন্টারনেট বিষয়ক কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেটের পশ্চিম সদর উচ্চ বিদ্যালয়ে নিরাপদ ইন্টারনেট কর্মশালা শুরু হয়েছে। গ্রামীণফোনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কর্মসূচির অধীনে যে সব স্কুলে ব্র্যাকের গণকেন্দ্র (মাল্টিপারপাস কমিউনিটি লাইব্রেরি) রয়েছে দেশের তেমন ৫ শ’টি বিদ্যালয়ে ৫ শ’ কর্মশালার আয়োজন করবে গ্রামীণফোন। নতুন প্রজন্ম কীভাবে ইন্টারনেটে নিরাপদে থাকবে তা নিয়ে এ কর্মশালাগুলোতে আলোচনা করা হবে। পাশাপাশি, শিশুদের ইন্টারনেটে নিরাপদে রাখতে বাবা-মায়ের ভূমিকা নিয়েও কর্মশালায় আলোচনা করা হবে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব করপোরেট রেসপন্সিবিলিটি দেবাশিষ রায় বলেন, ‘তরুণ প্রজন্মের সাথে বিশ্ব ও এর সকল উন্নয়নের সংস্পর্শে আসার এক গুরুত্বপূর্ণ মাধ্যম ইন্টারনেট। আমাদের তরুণরা যাতে ইন্টারনেটের সর্বোচ্চ সুবিধা ভোগ করতে পারে, এ লক্ষ্যে তাদের জন্য আমরা ইন্টারনেট নিরাপদ করতে চাই।’

সন্তান ও বাবা-মায়ের মধ্যে নিরাপদ ইন্টারনেট বিষয়ক সচেতনতা ছড়িয়ে দেবার জন্য গ্রামীণফোনের ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবেই এই কর্মশালার আয়োজন। গ্রামীণফোনই বাংলাদেশের প্রথম মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান যারা নিরাপদ ইন্টারনেট নিয়ে প্রচারণা চালাচ্ছে।

কর্মশালার প্রস্তুতি হিসেবে, ব্র্যাকের ৪৫ জন কর্মকর্তাকে নিরাপদ ইন্টারনেট নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা শিক্ষার্থী ও তাদের বাবা-মায়েদের নিরাপদ ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষিত করে তুলতে পারেন।

বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে প্রতিনিয়তই ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। তেমনি বেড়ে যাচ্ছে সাইবার অপরাধের হুমকি ও এর শিকার হওয়ার প্রবণতা। কিন্তু বাবা-মায়েদের বেশিরভাগই ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতার ক্ষেত্রে নতুন হওয়ায় তারা সাইবার অপরাধের কোনো ধরনের হুমকির ব্যাপারে সচেতন নয়। তাই বিষয়টি আরও জটিল হচ্ছে।

দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন ‘সবার জন্য ইন্টারনেট’ প্রয়াসের অধীনে তরুণ প্রজন্মের জন্য নিরাপদ ইন্টারনেটের প্রচারণা চালাচ্ছে। সম্প্রতি, প্রতিষ্ঠানটি বাবা-মায়ের জন্য নিরাপদ ইন্টারনেট গাইডবই প্রকাশ করেছে। এখন সারা দেশজুড়ে গাইডবইটি বিলি করা হচ্ছে।

সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করা গ্রামীণফোনের একটি প্রয়াস। প্রতিষ্ঠানটি গ্রাহকদের মধ্যে নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সচেতনতা তৈরিতে কাজ করছে। নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে এ বছরের শুরুতে গ্রামীণফোন নিরাপদ ইন্টারনেট নিয়ে একটি কর্মশালা আয়োজন করে ও গণমাধ্যমে সচেতনতা বিষয়ক বিজ্ঞাপন প্রচার করে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/একেএস/সা/অক্টোবর ১৫, ২০১৫)