Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ গানের এ্যালবামের মোড়ক উন্মোচন

২০১৫ অক্টোবর ১৫ ১৮:৩৯:২২
‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ গানের এ্যালবামের মোড়ক উন্মোচন

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রটিউনের ব্যানারে প্রকাশিত হল ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ ৪১তম গানের এ্যালবাম।

বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে এটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা সংস্থা সময় প্রকাশন।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন লেখক ও সাংবাদিক আনিসুল হক ও সঙ্গীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু।

এ সময় এ্যালবামের গীতিকবি আবু রায়হান ও সুরকার বাসুদেব ঘোষ উপস্থিত ছিলেন।

ধন্যবাদ জ্ঞাপন করেন সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ।

হাসানুল হক ইনু গানের গীতিকার আবু রায়হানকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘জীবনের তাগিদে বিদেশে থাকা দোষের কিছু না, বরঞ্চ স্বদেশে থেকে দেশের চেতনা ধারণ না করা দোষের। আবু রায়হান প্রবাসে থেকেও যে দেশের প্রতি সদা দায়বদ্ধ তার প্রমাণই এই তার গান। আশা করছি দেশজ এই গান সবাইকে আপ্লুত করবে।’

আনিসুল হক বলেন, ‘তার গান শুনে মনে হয়েছে ছড়া লেখায় তিনি সিদ্ধহস্থ এবং ভাবনায় আছে গভীরতা। তার লেখার সঙ্গে আমি আরও আগে থেকেই পরিচিত। সুতরাং স্বগুণেই তিনি সঙ্গীতাঙ্গনে মর্যাদার জায়গা তৈরি করবেন।’

অনুভূতি প্রকাশ করে আবু রায়হান বলেন, ‘আমি যখন নিউইয়র্কে গাড়ি চালাই এবং সেই গাড়িতে যখন নিজের গান বাজে তখন দারুণ অনুভূতি কাজ করে। মনে হয় যত দূরেই থাকি না কেন দেশ থেকে বিচ্ছিন্ন হওয়া যায় না।’

আবু রায়হানের গানের শিল্পীরা হলেন- রফিকুল আলম, সুবীর নন্দী, সুমনা, বাসুদেব ঘোষ, নির্ঝর, সুপ্তিকা, দেব প্রসাদ, মুন, পুষ্পিতা ও শাহ মাহবুব।

এটি মূলত দেশাত্মবোধক গানের এ্যালবাম। বাসুদের ঘোষ দেশের গানের যে ৫০০টি দেশাত্মবোধক গান করছেন ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ এরই ধারাবাহিকতা।

(দ্য রিপোর্ট/এমএ/এসবি/এজেড/অক্টোবর ১৫, ২০১৫)