Airtel & Robi User Only

প্রচ্ছদ » অন্যান্য খেলা » বিস্তারিত

আন্তঃজেলা মহিলা অ্যাথলেটিক্স

২০১৫ অক্টোবর ১৫ ২১:১০:৩১
আন্তঃজেলা মহিলা অ্যাথলেটিক্স

দ্য রিপোর্ট প্রতিবেদক : লুৎফুন নেছা হক বকুল আন্তঃজেলা মহিলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ১৬ ও ১৭ অক্টোবর ধানমণ্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।

প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে- ১০০ মি., ২০০ মি. ও ৪০০ মি. স্প্রিন্ট, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ এবং ৪×১০০ মি. রিলে। শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

আগামী ১৭ অক্টোবর শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক বনমালী ভৌমিক বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের পুরস্কৃত করবেন। এই আয়োজনের উদ্যোক্তা বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।

(দ্য রিপোর্ট/এএস/কেআই/এজেড/অক্টোবর ১৫, ২০১৫)