Airtel & Robi User Only

প্রচ্ছদ » ফুটবল » বিস্তারিত

ফিফার নির্বাচনে লড়বেন প্রিন্স আলি

২০১৫ অক্টোবর ১৫ ২২:৫২:৪৭
ফিফার নির্বাচনে লড়বেন প্রিন্স আলি

দ্য রিপোর্ট ডেস্ক : ফিফা সভাপতি পদে লড়ছেন জর্ডানের যুবরাজ আলি বিন আল হুসাইন। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

প্রিন্স আলি বিন হুসাইন সেপ ব্ল্যাটারের বিপক্ষেও নির্বাচনে লড়েছিলেন। অনৈতিক উপায়ে অর্থ লেনদেনের অভিযোগ ওঠায় এবং সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনির বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় প্রিন্স আলির সম্ভাবনা বাড়ছে। প্লাতিনি নির্বাচনে নিষিদ্ধ হলে তিনি থাকবেন ফেভারিট প্রার্থীর তালিকায়।

বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রিন্স আলি বলেছেন, ‘সঙ্কটময় মুহূর্তে সংস্থাটিতে ইতিবাচক পরিবর্তন আনার এটাই সেরা সুযোগ। ফিফার ভবিষ্যৎ নিয়ে সাম্প্রতিক আলোচনায় অনেক ভাল আইডিয়া বের হয়ে আসছে। এই আইডিয়াগুলো বাস্তবায়ন করা হলে (ফিফার) ভবিষ্যৎ আরও ভাল হবে। সেই চেষ্টায় থেকেই আমি কাজ করব।’

(দ্য রিপোর্ট/কেআই/এজেড/অক্টোবর ১৫, ২০১৫)