Airtel & Robi User Only

প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত

ঢাবি ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০১৫ অক্টোবর ১৭ ১২:০৩:৩৫
ঢাবি ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ভর্তির দ্বিতীয় অংশের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ ৪৯৬ জন পরীক্ষার্থী অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। গত শনিবার লিখিত অংশের পরীক্ষায় ৫,৭১০ জন অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এই অনুষদের ১৩৫টি আসনের ৪৯৬ জন পরীক্ষার্থী অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অল্পসংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করায় ক্যাম্পাসের ভেতরে শিক্ষকদের তত্ত্বাবধানেই এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং পরীক্ষায় জালিয়াতি বা অনিয়মের সম্ভাবনা কম।’

(দ্য রিপোর্ট/কেএইচ/এসবি/এইচএইচ/এজেড/অক্টোবর ১৭, ২০১৫)