Airtel & Robi User Only

প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত

আবারও ইবির প্রক্টর মাহবুবুর রহমান

২০১৫ অক্টোবর ১৭ ১৩:০৩:১১
আবারও ইবির প্রক্টর মাহবুবুর রহমান

ইবি প্রতিনিধি : আবারও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন প্রক্টর হিসেবে প্রফেসর ড. মাহবুবুর রহমান নিয়োগ পেয়েছেন। শনিবার সকালে নিয়োগপত্রের মাধ্যমে তাকে জানানো হয়।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রফেসর ড. ত ম লোকমান হাকিম তার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা দেখিয়ে সামনে ভর্তি পরীক্ষায় সময় দিতে পরবেন না বলে প্রক্টর পদ থেকে অব্যাহতি নেন। শুক্রবার রাতে ভিসি বরাবর তিনি অব্যাহতিপত্র জমা দেন।

পরে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ফলিত পদার্থ, ইলেক্ট্রনিক এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও সাবেক প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমানকে আবার প্রক্টর হিসেবে নিয়োগ দেন।

সকাল থেকেই তিনি নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছরের ২৪ আগস্ট পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় প্রক্টরের নির্দেশে ছাত্রলীগের ওপর পুলিশের গুলি চালানোর অভিযোগে ৯ সেপ্টেম্বর ড. মাহবুবুর রহমানকে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

(দ্য রিপোর্ট/এফএস/এইচএইচ/এজেড/অক্টোবর ১৭, ২০১৫)