Airtel & Robi User Only

প্রচ্ছদ » সাহিত্য » বিস্তারিত

‘লাটাই’ ছড়াসাহিত্য পুরস্কার ২০১৫ ঘোষণা

২০১৫ অক্টোবর ১৭ ১৫:১৮:৫৮
‘লাটাই’ ছড়াসাহিত্য পুরস্কার ২০১৫ ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ছড়াবিষয়ক পত্রিকা ‘লাটাই’-এর উদ্যোগে ‘লাটাই ছড়াসাহিত্য পুরস্কার ২০১৫’ ঘোষণা করা হয়েছে। এবারই প্রথম প্রচলন করা এই পুরস্কার পাচ্ছেন চারজন। তারা হলেন— ‘দেশপ্রেমের ছড়া’তে আসলাম সানী, ‘হাস্যরসের ছড়া’তে আলম তালুকদার, ‘গদ্যছড়া’তে আমীরুল ইসলাম ও ‘শিশুতোষ ছড়া’তে রহীম শাহ। তথ্যটি নিশ্চিত করেছেন লাটাই সম্পাদক মামুন সারওয়ার।

এ ছাড়াও তরুণ ছড়াকার হিসেবে কামাল হোসাইন ও আবিদ আজমকে ছড়া রচনায় বিশেষ পুরস্কার প্রদান করা হবে বলেই জানিয়েছেন তিনি।

সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ নভেম্বর ২০১৫ শাহবাগস্থ পাবলিক লাইব্রেরিতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার বিতরণ করা হবে।

(দ্য রিপোর্ট/এমএ/আইজেকে/অক্টোবর ১৭, ২০১৫)