Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

মাস্তানি লুকে দীপিকা পাড়ুকোন

২০১৫ অক্টোবর ১৭ ১৮:০৬:২০
মাস্তানি লুকে দীপিকা পাড়ুকোন

দ্য রিপোর্ট ডেস্ক : সঞ্জয়লীলা বানসালীর নাম শুনলে মাথায় কেমন ছবি ভাসে? নিশ্চয় ঝলমলে, রাজকীয় সব ছবি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সম্প্রতি প্রকাশ হল আলোচিত ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার নারী চরিত্র মাস্তানির ফার্স্টলুক। আর ওই ছবিতে ঝলমলে ভাব ও রাজকীয় সাজ সবই আছে।

শিরোনাম ও ছবি দেখেই বুঝেছেন সিনেমাটিতে অভিনয় করেছে দীপিকা পাড়ুকোন। তার বিপরীতে বাজিরাও চরিত্রে আছেন রণবীর সিং। আর আছেন প্রিয়াঙ্কা চোপড়া, তার চরিত্রের নাম কাশি বাঈ। এ তিনজনকে সঞ্জয়ের আগের সিনেমা ‘প্রেম লীলা’য় দেখা গিয়েছিল।

রাজকুমারী মাস্তানির প্রথম ঝলকটি ইতোমধ্যে বেশ তোলপাড় তুলেছে। কারণ আগে এমন রূপে দীপিকাকে পায়নি দর্শক। ছবিটি প্রকাশ হয় শনিবার (১৭ অক্টোবর)। একই দিন প্রকাশ হচ্ছে ‘দিওয়ানি মাস্তানি’ শিরোনামের গান। দীপিকার ছবিটি নেওয়া হয়েছে ওই গান থেকে। এ উপলক্ষে দিল্লি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পাবে চলতি বছরের ১৮ ডিসেম্বর। একই দিন মুক্তি পাবে শাহরুখ খান-কাজল জুটির কামব্যাক সিনেমা ‘দিলওয়ালে’।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এনআই/অক্টোবর ১৭, ২০১৫)