Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

ফের টপলেস কৃষ্ণা, জ্যাকির মুখে চুনকালি

২০১৫ অক্টোবর ১৭ ১৮:২৭:৫৯
ফের টপলেস কৃষ্ণা, জ্যাকির মুখে চুনকালি

দ্য রিপোর্ট ডেস্ক : টাওয়াল ছিল তাই রক্ষে। ‘আমার মেয়ে মোটেও ন্যুড ছবি পোস্ট করেনি। ওর গায়ে টাওয়াল ছিল।’ কিন্তু এবার কী বলবেন বাবা জ্যাকি শ্রফ? হ্যা, সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল ন্যুড কৃষ্ণা। বিছানায় শুয়ে টপলেস ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

এখনো পা রাখেননি সিনেদুনিয়ায়। কিন্তু লাইমলাইটে কী করে আসতে হয়, তা বেশ ভালই রপ্ত করেছে ফেলেছেন ‘হিরো’ অভিনেতা জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা। তবে দেখেশুনে যা মনে হচ্ছে, লাইম লাইটে আসতে নিজের শরীরকেই বেছে নিয়েছেন। তাই তো ছবি না করেও বেশ জনপ্রিয় তিনি।

শোনা যাচ্ছে, কৃষ্ণার বলিউড অভিষেক এখন শুধু সময়ের অপেক্ষা। ছেলে টাইগারের পর এবার সিনেদুনিয়ায় পা রাখতে চলেছেন জ্যাকির মেয়ে। তবে পর্দার সামনে নয়। কৃষ্ণার ইন্টারেস্ট ক্যামেরার ব্যাকসিটে। শোনা যাচ্ছে করণ জোহরের সহকারী হবেন কৃষ্ণা। তবে ছবির নাম কি তা এখনও জানা যায়নি।

তবে এটাই প্রথমবার নয়। এর আগেও খবরের শিরোনামে এসেছেন জ্যাকি কন্যা। দাদার প্রথম সিনেমা ‘হিরোপান্তি’র সাকসেস পার্টিতে ব্রাজিলিয়ান বয়ফ্রেন্ডকে সঙ্গে এনে চমকে দিয়েছিলেন সবাইকে।

কলকাতা২৪ অবলম্বনে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এনআই/অক্টোবর ১৭, ২০১৫)