Airtel & Robi User Only

প্রচ্ছদ » টেনিস » বিস্তারিত

মুখোমুখি জকোভিচ-সোঙ্গা

২০১৫ অক্টোবর ১৮ ১১:২০:৪৫
মুখোমুখি জকোভিচ-সোঙ্গা

দ্য রিপোর্ট ডেস্ক : সাংহাই মাস্টার্সের শিরোপা কে জিতবে? এর উত্তর মেলাতে ফাইনালে মুখোমুখি হচ্ছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ ও ফরাসী তারকা জো-উইলফ্রেইড সোঙ্গা।

বিশ্বের বর্তমান এক নম্বর তারকা জকোভিচকে ফাইনালে জায়গা করে নেওয়ার পথে জয় করতে হয়েছে অ্যান্ডি মারের চ্যালেঞ্জ। এই দুই তারকার সেমিফাইনালের লড়াইটি যেমন জমার কথা ছিল তেমনটা হয়নি। জকোভিচের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি ব্রিটিশ তারকা মারে। শেষ অবধি ৬-১, ৬-৩ সরাসরি সেটে ম্যাচ জিতে নিয়েছেন জকোভিচ।

অপর সেমিফাইনালে সোঙ্গার কাছে হার মানতে বাধ্য হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা ও সাবেক বিশ্বসেরা রাফায়েল নাদাল। তবে দু’জনের লড়াইটা ছিল উপভোগ্য।

প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জয় পেয়েছিলেন সোঙ্গা। তবে ৬-০ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়িয়েছিলেন নাদাল। কিন্তু শেষ সেটে তীব্র লড়াই শেষে ৭-৫ ব্যবধানে জয় পেয়েছেন সোঙ্গা।

ফাইনালে জকোভিচের বিপক্ষে সোঙ্গা কতটা সফল হতে পারবেন তা নিয়ে সন্দেহ থাকছেই। কেননা, দুরন্ত ফর্মেই রয়েছেন জকোভিচ। আর চীনে নিজের ১০ম শিরোপাটি জিতে নিতেও বদ্ধপরিকর তিনি।

(দ্য রিপোর্ট/জেডটি/এজেড/অক্টোবর ১৮, ২০১৫)