Airtel & Robi User Only

প্রচ্ছদ » শেয়ারবাজার » বিস্তারিত

গেইনারের শীর্ষে আইপিডিসি

২০১৫ অক্টোবর ১৮ ১৭:০৯:১৭
গেইনারের শীর্ষে আইপিডিসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রবিবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে আইপিডিসির। দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ৭.৯৮ শতাংশ। বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রবিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার আইপিডিসির সমাপনী মূল্য ছিল ২১.৩ টাকা। রবিবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ২৩ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দরসীমা ছিল ২১.৮ টাকা থেকে ২৩.৪ টাকা।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে— ব্র্যাক ব্যাংকের ৪.২২ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩.৭৭ শতাংশ, বার্জার পেইন্টসের ৩.৪৭ শতাংশ, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৩.৪২ শতাংশ, আইসিবি ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ডের ২.২০ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সর ২.১২ শতাংশ, বিএসআরএম স্টিলের ২.০৬ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ১.৯১ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১.৬৯ শতাংশ দর বেড়েছে।

দরবৃদ্ধির এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত ও সার্কিট ব্রেকারের বাইরে থাকা কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/এমকে/সা/অক্টোবর ১৮, ২০১৫)