Airtel & Robi User Only

প্রচ্ছদ » জলসা ঘর » বিস্তারিত

শুরু হচ্ছে ‘বাতিঘর নাট্যমেলা’

২০১৫ অক্টোবর ১৮ ২০:৫২:১০
শুরু হচ্ছে ‘বাতিঘর নাট্যমেলা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর জাতীয় নাট্যশালায় শুরু হতে যাচ্ছে ‘বাতিঘর নাট্যমেলা’। সংগঠনটির পঞ্চমবর্ষে পদার্পণ উপলক্ষে এই নাট্যমেলার আয়োজন করা হচ্ছে। নাট্যমেলা শুরু হবে শুক্রবার। এতে অতিথি থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও নাট্যজন সারা যাকের প্রমুখ।

উদ্বোধনী সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার হলে নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়ন হবে। এ ছাড়াও উৎসবে নাটক মঞ্চায়ন করবে ৬টি নাট্য সংগঠন। এদের মধ্যে রয়েছে আরণ্যক, প্রাচ্যনাট, বটতলা, প্রাঙ্গণেমোর, আগন্তুক রেপার্টরি ও বাতিঘর।

নাট্যমেলায় নাটক মঞ্চায়ন ছাড়া থাকবে পুতুল নাচ, পথ নাটক, বাংলার নাচ, পাপেট শো, বানর নাচ, সাপ খেলাসহ অন্যান্য পরিবেশনা। উৎসবে গান গাইবে ব্যান্ডদল জলের গান, মেঘদল ও সর্বনাম। ২৬ অক্টোবর শেষ হবে এই নাট্যমেলা।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/আরকে/অক্টোবর ১৮, ২০১৫)