Airtel & Robi User Only

প্রচ্ছদ » শেয়ারবাজার » বিস্তারিত

উত্থান পতনে চলছে লেনদেন

২০১৫ অক্টোবর ১৯ ১২:৪৬:১১
উত্থান পতনে চলছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : মূল্য সূচকের উত্থান পতনে চলছে দেশের উভয় বাজারের লেনদেন। উত্থান পতনের মধ্যে প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে উভয় বাজারে সূচক বেড়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫.৩৬ পয়েন্ট। এরফলে সোমবার বেলা সাড়ে ১২ টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬২৩.৩৯ পয়েন্টে।

এ সময়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১০৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর। দরবৃদ্ধির শীর্ষে রয়েছে কে এ্যান্ড কিউ। ১০ শতাংশ দর বেড়ে এ কোম্পানির শেয়ার ১৮.৭ টাকায় লেনদেন হচ্ছিল। দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়াম ইন্স্যুরেন্সের শেয়ার ৭.৩৩ শতাংশ বেড়ে ১৬.১ টাকায় ও তৃতীয় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সের শেয়ার ১৬ টাকায় লেনদেন হচ্ছিল। দরবৃদ্ধিতে এরপর রয়েছে যথাক্রমে-প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড, মডার্ন ডায়িং।

এ সময়ে লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৭৫ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৬ কোটি ৭ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার। ৮ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ। তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার লেনদেনের পরিমাণ হচ্ছে ৭ কোটি ৩ লাখ ৩৬ হাজার টাকা। লেনদেন এর পরে রয়েছে যথাক্রমে এমারল্ড অয়েল, গ্রামীণফোন, সিভিও পেট্রোকেমিক্যাল।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সূচক ১৩.৫৪ পয়েন্ট বেড়ে ৮৫৮১.৪৭ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ১০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

(দ্য রিপোর্ট/এমকে/আরকে/অক্টোবর ১৯, ২০১৫)