
প্রচ্ছদ » জেলার খবর » বিস্তারিত
বাসায় ঢুকে চমেক প্রভাষককে কুপিয়ে আহত
২০১৫ অক্টোবর ১৯ ১৪:২৫:০৪
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রভাষক ডা. তারেক শামসকে (৩৭) বাসায় ঢুকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
নগরীর হালিশহর থানার রঙ্গিপাড়া এলাকায় সোমবার ভোরে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
তারেক শামস চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসক শামসুল আলম ও আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ লেখিকা আনোয়ারা আলমের ছেলে।
সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টার দিকে বাসার নিচ তলায় ঘুমিয়ে ছিলেন তারেক শামস। ভোরে তার দরজা ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পান তিনি। তখন তিনি দরজা খুলে দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। কী কারণে কারা এ হামলা করেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/আর/এইচএইচ/এনআই/অক্টোবর ১৯, ২০১৫)