Airtel & Robi User Only

প্রচ্ছদ » শেয়ারবাজার » বিস্তারিত

লুজারের শীর্ষে রহিমা ফুড

২০১৫ অক্টোবর ১৯ ১৫:৩২:১৯
লুজারের শীর্ষে রহিমা ফুড

দ্য রিপোর্ট প্রতিবেদক : সোমবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে রহিমা ফুডের। দিনশেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮.০৭ শতাংশ। রবিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার রহিমা ফুডের সমাপনী মূল্য ছিল ৪৮.৩ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪৪.৪ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দর সীমা ছিল ৪৩.৫ টাকা থেকে ৪৮.৮ টাকা।

দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে– স্ট্যান্ডার্ড সিরামিকের ৮.০৪ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৬.৩১ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৫.৫৬ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫.১৮ শতাংশ, ইউনাইটেড ফইন্যান্সের ৪.৬৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৪.০৫ শতাংশ, ফাইন ফুডসের ৪.০৪ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৭৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৩.২৮ শতাংশ দর কমেছে।

দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমকে/আরকে/অক্টোবর ১৯, ২০১৫)