Airtel & Robi User Only

প্রচ্ছদ » জেলার খবর » বিস্তারিত

সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের ৩ নেতা কারাগারে

২০১৫ অক্টোবর ১৯ ১৫:৫৯:৪৩
সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের ৩ নেতা কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিস্ফোরক দ্রব্য ও নাশকতা মামলায় জেলার বেলকুচি উপজেলা ছাত্রদল ও যুবদলের তিন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ছাত্রদল ও যুবদলের নেতারা সোমবার সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ (আমলি আদালত) আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক নজরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিন নেতা হলেন— বেলকুচি উপজেলা যুবদলের সভাপতি ও বেলকুচি বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল প্রামাণিক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আইয়ুব ও পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ জানুয়ারি ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালের সময় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সিরাজগঞ্জের বেলকুচি-এনায়েতপুর সড়কে অবস্থান নিয়ে ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করে। এ ঘটনায় বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল বিন আহসান বাদী হয়ে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে থানায় মামলা করেন।

পুলিশের দায়ের করা ওই মামলায় বেলকুচি উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতারা সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

(দ্য রিপোর্ট/এমএইচও/আসা/সা/অক্টোবর ১৯, ২০১৫)