Airtel & Robi User Only

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

এমটিবি ও ইউনাইটেড হসপিটাল লিমিটেডের মধ্যে কর্পোরেট চুক্তি

২০১৫ অক্টোবর ১৯ ১৬:৫৭:২৬
এমটিবি ও ইউনাইটেড হসপিটাল লিমিটেডের মধ্যে কর্পোরেট চুক্তি

দ্য রিপোর্ট ডেস্ক : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও ইউনাইটেড হসপিটাল লিমিটেডের মধ্যে সম্প্রতি এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। গুলশানে অবস্থিত এমটিবির প্রধান কার্যালয় এমটিবি সেন্টারে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় এমটিবির প্রিভিলেজ গ্রাহকরা ও এমটিবির কর্মকর্তারা স্বাস্থ্য পরীক্ষা, রুম ভাড়া ও বিশেষ স্বাস্থ্যসেবায় ২০% ছাড় উপভোগ করতে পারবেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক ও ইউনাইটেড হসপিটাল লিমিটেডের চীফ অব কমিউনিকেশন এ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, ডা. শাগুফা আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরের পর চুক্তিপত্র হস্তান্তর করেন।

এ ছাড়াও হেড অব এমটিবি কার্ডস, মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব এমটিবি প্রিভিলেজ ব্যাংকিং, ইরফান ইসলাম, ইউনাইটেড হসপিটাল লিমিটেডের ডেপুটি ইনচার্জ, মার্কেটিং ডিপার্টমেন্ট, সৈয়দ আশরাফ-উল-মাসুমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএইচও/সা/অক্টোবর ১৯, ২০১৫)