Airtel & Robi User Only

প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত

জবির ‘সি’ ইউনিটে উত্তীর্ণ ৫৬৬৮

২০১৫ অক্টোবর ১৯ ১৭:০০:২৩
জবির ‘সি’ ইউনিটে উত্তীর্ণ ৫৬৬৮

দ্য রিপোর্ট প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৫ হাজার ১৯৫ জন বাণিজ্য ও ৪৭৩ জন অন্যান্য শাখার।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাণিজ্যের ৫৪০ ও অন্যান্য বিভাগের ৮০টিসহ মোট ৬২০ আসনের বিপরীতে এবার ৩৪ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন।

তবে শুক্রবারের পরীক্ষায় এর মধ্যে ৩১ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

(দ্য রিপোর্ট/এলআরএস/এমডি/সা/অক্টোবর ১৯, ২০১৫)